রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২৩ ৯:৩১ : পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও তার মেয়ে শিল্পী রানী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হতাহতরা জাকাতের কাপড়ের জন্য রেললাইন ধরে সল্লা যাচ্ছিল। ট্রেনটি কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও এক নারী।
টাঙ্গাইল জিআরপি পুলিশের এএসআই ফজলুল হক বলেন, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।