সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চীনের মুদ্রায় রাশিয়াকে ঋণ পরিশোধ করবে বাংলাদেশ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৩ ১০:১১ : অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Rajnitisangbad Facebook Page

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের অর্থ রাশিয়াকে চীনের মুদ্রা ইউয়েনে পরিশোধ করবে বাংলাদেশ।

আজ সোমবার বাংলাদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েনকে ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা।

পাবনার রূপপুরে ১২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার খরচে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি রোসাটম বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করছে।

দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে প্রথমটির নির্মাণকাজ চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে এখান থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন রাশিয়ান ঋণের মাধ্যমে করা হয়েছে। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৮ বছরের মধ্যে বাংলাদেশকে এ ঋণ পরিশোধ করতে হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালে এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর