বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজি চালকসহ ৫ জনের মৃত্যু


চট্টগ্রামের বোয়ালখালীতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি অটোরিকশা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। এ সময় দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

এরা হলেন-মিরসরাইয়ের অঞ্জনা (৪০) ফটিকছড়ি উপজেলার সেলিম (৪৫), পটিয়া বৈদ্যপাড়ার বাবুল দে (৬০), পটিয়া দোলতপুরের করিম (৫৪)। বাকি একজনের নাম জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতরা সবাই অটোরিকশার যাত্রী।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন জানান, চট্টগ্রামের কালুরঘাটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে রায়খালী এলাকায় পৌঁছালে এটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গাড়ি দুুটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ময়মনসিংহ থেকে বুধবার বোয়ালখালী উপজেলায় হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিল। রায়খালী সেতু মোড়ে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর