শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বিএনপি নেতা মুক্তাদিরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ


রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২৩ ৬:২৫ : অপরাহ্ণ
খন্দকার আবদুল মুক্তাদির
Rajnitisangbad Facebook Page

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গেপ্তার করা হয়। কোতোয়ালি থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাবলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কিন্তু সন্ধ্যার আগেই জামিনের কাগজপত্র দেখিয়ে মুক্ত হন মুক্তাদির।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এই তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে শনিবার বিকালে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশ নেয়ার জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে আটক করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর