শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ব্যালটে ভোট নিয়ে আগ্রহ নেই, মূল সংকট নির্বাচনকালীন সরকার: ফখরুল


আজ রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৩ ১১:১৬ : অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের একটুও আগ্রহ নেই। কারণ আমরা পরিষ্কার করে বলেছি, জাতির মূল সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে সেটাই হচ্ছে প্রধান সংকট। এই কারণেই আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতার মূল যে চেতনা ছিল, সেই চেতনা থেকে দেশ বহু দূরে সরে এসেছে।’

আজ সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘সব বিরোধী রাজনৈতিক দল একমত হয়ে যে কথাগুলো বলছি তা হচ্ছে-এ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না, ভোট হবে ব্যালটে

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের একটি ধুয়া তুলে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। এ দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে, পত্রিকাটির রিপোর্টার শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অত্যাচার-নির্যাতন করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। নওগাঁর নারীকে র‍্যাব তুলে নিয়ে গেলো এবং নির্যাতনে মৃত্যুবরণ করল, তাকে মেরে ফেলা হলো।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় ইফতারে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশগ্রহণ করেন জেএসডির আ স ম আবদুর রব, এলডিপির কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, এলডিপির ড. রেদোয়ান আহমদ, গণফোরামের সুব্রত চৌধুরী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক নূরুল আমিন বেপারী, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর