রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার


যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২৩ ১০:৩৭ : অপরাহ্ণ

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন দেশের মানুষ ও বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

আজ মঙ্গলবার বিকেলে সিলেটে তিনি একথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে।

আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার তার শেষ সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার।

সিলেটে পৌঁছে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। প্রায় ৪০ মিনিট ধরে আরিফুল হক চৌধুরীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর