রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৩ ৭:২১ : অপরাহ্ণ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো আওয়ামী লীগের নতুন কৌশল।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেওয়াকে সরকারের নতুন কৌশল বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন দিয়ে চিঠি সরকারের নতুন কৌশল, কমিশনের কোনো ক্ষমতা নেই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।’
আরও পড়ুন: আবারো সংলাপে বসতে বিএনপিকে নির্বাচন কমিশনের চিঠি
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিকে নয়, জনগণকে ক্ষমতায় আসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।’
আরও পড়ুন: নির্বাচন কমিশনের চিঠির জবাবে যা বললো বিএনপি
মির্জা ফখরুল বলেন, ‘তাদের মুখে গণতন্ত্র ও ভোটের কথা। তবে, তারা প্রশাসনকে যেভাবে বলবে, সেভাবেই সব হবে। তারা নির্বাচন নিয়ে আগের পাঁয়তারা করছে। পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। বিশ্বে দাম কমলেও দেশে কমে না। সব চুরির কারণে।’
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাজাহান ওমর, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জে এড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।