রাজনীতি সংবাদ প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৩ ৫:১৯ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির এক নেতা আছে সারাদিন মাইক লাগিয়ে বসে থাকে, বাংলাদেশকে নাকি আমরা ধ্বংস করে দিয়েছি। যদি ডিজিটাল বাংলাদেশ না করতাম, বিদ্যুৎ না বাড়াতাম, তাহলে এতো কথা মাইকে আসত কীভাবে? তো আমরা যে কিছুই করি নাই, আমাদেরই করা জিনিস ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। এটা তাদের স্বভাব। লুটপাট, চুরি, দুর্নীতি এটাই তাদের স্বভাব।’
আজ শনিবার বিকেলে ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়াই, বিএনপি কমায়’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৬ সালে যেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট ছিল, ৪ হাজার ৩০০ মেগাওয়াটে বাড়িয়েছিলাম। ২০০৯ সালে যখন সরকার গঠন করি, তখন দেখি তা কমে গেছে। কারণ বিএনপির আমলে দুর্নীতি করে সেটা কমিয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি।’
সরকারপ্রধান বলেন, ‘বিএনপি-জামায়াতের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল। বোমা হামলা, দুর্নীতি, লুটপাট জঙ্গিবাদ ছিল তাদের শাসনামলে। মানুষকে তারা কিছুই দিতে পারেনি। বিএনপির সময় দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। কিন্তু আওয়ামী লীগ আমলে কোনো খাদ্য ঘাটতি নেই। এখন দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছেন। উর্দু পাকিস্তানের ভাষা- এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্ক তো টাকা গোণা লাগে- ওই দুইটাতেই পাস করেছেন আর কোনোটাতে পাস করতে পারেননি। জিয়াউর রহমান ছিল মেট্রিক পাস। তাদের ছেলে একবার এই স্কুল, ওই স্কুল শেষ কী পাস করেছে কেউ জানে না।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণকে বোকা বানানো যাবে না, সরকারকে ফখরুল
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের ঘর দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গৃহহীন ও রাস্তায় মানুষকে ঘর করে দিচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।’
এর আগে জনসভায় যোগ দিয়ে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।