শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনে বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মেজর মশিউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত।

কার্যক্রমের অগ্রগতি নিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণস্থলে র‌্যাবের ডগ স্কোয়াড, ৪ সদস্যের তদন্ত কমিটি

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের বেশিরভাগকেই বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মৃত বের করে আনা হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন শতাধিক মানুষ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর