রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১:০১ : পূর্বাহ্ণ
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর পূর্ব অংশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পটি আঘাত হানে। শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য মতে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
তাৎক্ষণিভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, উত্তর জাপানের হোক্কাইডো প্রদেশের একাধিক উপকূলবর্তী শহরে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্প প্রবণ এলাকা, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।