রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩২ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর।
আজ সোমবার পোল্যান্ড হয়ে কিয়েভে পৌঁছান তিনি।
তবে আজ সকাল থেকে কিয়েভে গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। পরে ইউক্রেনীয় রাজনীতিবিদ লেসিয়া ভ্যাসিলেনকো নিশ্চিত করেছেন বাইডেনই এই অতিথি।
কিয়েভে পৌঁছানোর পর বাইডেনকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাইডেনের সঙ্গে কুশল বিনিময়ের একটি ছবি পোস্ট করে জেলেনস্কি বলেন, জোসেফ বাইডেন, কিয়েভে স্বাগতম। আপনার সফরটি সকল ইউক্রেনীয় নাগরিকের জন্য সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন।
মন্তব্য করুন