বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

অন্যরকম ‘ভ্যালেন্টাইন ডে’


চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্কে সুবিধাবঞ্চিতদের নিয়ে অন্যরকম ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩১ : অপরাহ্ণ

‘ভালোবাসা পেতে হলে, ভালোবাসা দিতে হবে’-এই স্লোগান সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিতদের নিয়ে অন্যরকম ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন করেছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পোশাক শ্রমিক, পথশিশু, এতিম, হাফেজ, বৃদ্ধ-বৃদ্ধা, মধ্যবিত্ত পরিবার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষের মিলন মেলা ঘটে।

দুর্বার তারুণ্যের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

তিনি বলেন, দুর্বার তারুণ্যের প্রতিটি অনুষ্ঠানে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। বিশ্ব ভালোবাসা দিবসে তারা যে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা রাজনীতি করলেও মানবিক হওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য। মানুষের মধ্যে ভেদাভেদহীন মিলবন্ধনে আমরা একই সূত্রে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত হয়েছি।

মুহাম্মদ আবু আবিদ বলেন, সমাজের অবহেলিত মানুষ, যারা সচরাচর ভালোবাসা পায় না, তাদের নিয়ে আমাদের এ আয়োজন। আমরা ভালোবাসা বিনিময়ের ক্ষুদ্র প্রয়াস করেছি মাত্র। আমরা চাই সমাজের মানসিকতা পরিবর্তন হোক। ভালোবাসা দিবস কেবল প্রেমিক-প্রেমিকার জন্য নয়, এই দিবসের প্রাপ্য দাবিদার, যারা ভালোবাসা পায় না তারাও।

এর আগে সকাল ১০টায় সবাইকে বরণ ও কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। তারপর বিভিন্ন ধরনের খেলা ও বিনামূল্যে রাইডগুলোতে চড়ার ব্যবস্থা করা হয়। মধ্যহ্ন ভোজ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাকের আহমেদ খোকন, সেকেনদার আজম, মো. আখতার, জসীম উদ্দিন, জিহাদুল ইসলাম, মো. জুয়েল, মো. সরওয়ার, আরাফাত, সোয়েব, বিবু, কামরুল, দীপু, হিমেল, সাজিবুল, মোবারক প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর