মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন: আমীর খসরু


চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ পূর্বাহ্ণ

২৭ দফা রূপরেখা প্রণয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমানের দর্শন, ভাবনা ও লিডারশিপ, তাকে অন্য লেভেলে নিয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো নেতা বলেনি, পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকা যাবে না। কারণ সব নেতাই চায়, আজীবন প্রধানমন্ত্রী থাকতে। যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, তিনিই বলছেন, পরপর দুইবার প্রধানমন্ত্রী হবেন না।’

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা এ সভার আয়োজন করে।

আমীর খসর মাহমুদ চৌধুরী বলেন, ‘এই রাষ্ট্র ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, তাই এটাকে মেরামত করতে হবে। এটাকে মেরামত করতে না পারলে এখানে বসবাস করা যাবে না। বিএনপির ২৭ দফা হলো মেরামতের বিষয়। এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে ট্র্যাকে আনার জন্য বিএনপি ২৭ দফা রূপরেখা দিয়েছে।’

বিএনপির ২৭ দফা রূপরেখা নিয়ে সমালোচনা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, ২৭ দফার মধ্যে কৃষি, আইসিটিসহ অনেক কিছু নেই। আমাদের বুঝতে হবে, রাষ্ট্র মেরামত ও পরিচালনা এক জিনিস নয়। ২৭ দফা হলো কেবল রাষ্ট্র মেরামতের বিষয়। মেরামত করার পর বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তখন অনেক বিষয় যুক্ত হবে। যেগুলো বিএনপির ম্যানিফেস্টুতে আসবে।’

সভায় উপস্থিত আইনজীবীদের উদ্দেশ করে আমীর খসরু বলেন, ‘একজন প্রধান বিচারপতিকে মাথায় পিস্তল ধরে পদত্যাগ করতে বাধ্য করেছে। তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে। তারেক রহমানের পক্ষে রায় দেওয়ার জন্য একজন বিচারককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু এসব ঘটনা নিয়ে আইনজীবীদের মধ্যে কোনো ঝড় ওঠেনি। আইনজীবীদের জেগে উঠতে হবে। আপনারা এভাবে চুপ করে থাকলে হবে না। বাংলাদেশে আজকে যে দুঃশাসন, এটার শেষ জায়গা হচ্ছে আদালত। আজকে আদালতের মাধ্যমে দেশের মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন, আইনজীবীরা জেগে না উঠলে আগামী দিনে বাংলাদেশে কোনো আইনের শাসন থাকবে না।’

সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘অনেকে বলছেন, ২৭ দফা দিয়ে কী হবে? আমরা দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা ২৭ দফা দিয়েছি। এটা হলো আমাদের ভিশন।’

সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর