রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৪ : পূর্বাহ্ণ
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে নেমেছে দুই দেশের উদ্ধারকর্মীরা। তারা হন্য হয়ে জীবিত মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিবিসি জানায়, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই।
তুরস্কে এখন প্রচণ্ড শীত এবং তুষার ঝড় হচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও দ্বিতীয় দিনের মতো রাতেও উদ্ধার অভিযান অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা।
কারণ সময় যত পার হচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের বেঁচে থাকার সময় শেষ হয়ে আসছে।
জাতিসংঘ আশঙ্কা করছে, তুরস্ক ও সিরিয়াতে ভূমিকম্পের কারণে হাজারের অধিক শিশুর মৃত্যু হতে পারে।
আরও পড়ুন: ধ্বংসস্তূপের নিচে মেয়ের মরদেহ, হাত ধরে বসে আছেন বাবা
গত সোমবার স্থানীয় সময় ভোর রাত ৪টা ১৭ মিনিটে গাজিয়ান্তেপ শহরের নিকটে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর দুপুরের দিকে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ইলবিস্তান জেলার কারামানমারাজ রাজ্যে।
এদিকে ভূমিকম্পের পর তুরস্কের যে সব রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভূমিকম্পের পরই তুরস্কের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্বের অনেক দেশ। বিশ্বের ৭০টি দেশ থেকে ইতোমধ্যে তুরস্কের জন্য সহযোগিতা পাঠিয়েছে।