বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হলেন বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২১ : পূর্বাহ্ণ
দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন
Rajnitisangbad Facebook Page

মিশরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন।

সারা বিশ্বের ৫৮টি দেশের ১০৮জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কুরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ২৭ বছর বয়সী তানভির।

প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের হাফেজরা।‌

মিশরের রাজধানীর গ্র্যন্ড নাইল টাওয়ার হোটেলে অনুষ্ঠিত চার দিন‌ব্যাপী আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ওই প্রতিযোগিতায় বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিশরের ধর্ম মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ প্রতিযোগিতার বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দিবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।
হেফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদের পুরস্কারের মধ্যে রয়েছে যথাক্রমে ২৫০,০০০, ১৫০,০০০ এবং ১০০,০০০ মিশরীয় পাউন্ড।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানীর যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

তানভির হোসাইনের সঙ্গে কায়রো যাওয়া তার প্রধান শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল নেছার আহমেদ আন নাছিরি বলেন, আমার ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন খুব ভালো তিলাওয়াত করেছে। এর আগেও সে একাধিকবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।

এর আগে ২০১২ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন হাফেজ তানভির হোসাইন।

আরও পড়ুন: কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশি তাকরিম

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর