রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২৩ ১০:১৯ : অপরাহ্ণ
রাজধানীর বনানী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আবদুর রাফঈ নামের এক ব্যক্তিকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
গত ২৫ জানুয়ারি রাফঈকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ তাদের।
রাফঈর স্ত্রী হাজেরা খাতুন বলেন, তার স্বামী বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২৫ জানুয়ারি অফিস শেষে নিচে নামার পর ডিবি পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর স্বামীর খোঁজে তিনি বনানী থানায় জিডি করতে চান। কিন্তু থানায় তার জিডি নেয়া হয়নি।
পরে মিন্টো রোডে ডিবি অফিসে খোঁজ নেন। কিন্তু তার স্বামীকে আটক করা হয়নি বলে জানানো হয়।
আবদুর রাফঈ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান তার স্ত্রী।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, আবদুর রাফঈ নামে কাউকে তার থানা গ্রেপ্তার করেনি।
আর রাফঈ নামের কোনো ব্যক্তির নিখোঁজের বিষয়ে কারও জিডি করতে আসার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।