শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

রাজনীতি না করার মুচলেকা দিয়ে বাসায় গেছেন খালেদা জিয়া, সংসদে শেখ সেলিম


শেখ ফজলুল করিম সেলিম। ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২৩ ৯:০১ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর রাজনীতি করবেন না-এমন মুচলেকা দিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘এই ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ কথা জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হওয়ায় নির্বাচন করতে পারবেন না উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়ার ভাই ও বোন হাসপাতাল থেকে বাসায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করেছিল।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিকে সরাসরি বাসায় আনা যায় না। যদি বাসায় বসে আবার রাজনীতি করে। সেই জন্য প্রধানমন্ত্রী তাদের বললো, ‘বাসায় গিয়ে আবার রাজনীতি করবে। সেটাতো দেওয়া যাবে না।’ তখন তারা মুচলেকা দিয়ে বলেছে—‘খালেদা জিয়া রাজনীতি করবে না। সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না।’’

শেখ সেলিম বলেন, ‘মুচলেকা দেওয়া ব্যক্তি ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে, শেখ হাসিনার পতন ঘটাবে। এসব প্রচার হলো জনগণকে বিভ্রান্ত ও তাদের লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য বলে।’

বিএনপির রাষ্ট্র মেরামতের রুপরেখার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া লন্ডনে বসে বলতেছে বাংলাদেশ মেরামত করতে চায়। আরে আগে তো তোর (তারেক) মেরামত করা দরকার। তুমি পারলে বাংলাদেশে আসো। তুমি যদি বাংলাদেশে আসো, তাহলে জনগণ তোমাকে কীভাবে মেরামত করবে। অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে। কিন্তু আসবে না, ও কোনো দিন বাংলাদেশে আসবে না।’

শেখ সেলিম বলেন, ‘কিছুদিন ধরে দেখা যাচ্ছে, রাজনীতির ব্যাপারে কিছু কূটনীতিক তোড়জোড় করছে। কারও কারও বাড়িতেও গিয়ে হাজির হচ্ছে। একি আশ্চর্য! এ দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কূটনীতিকদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর