শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিদেশি কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না: কাদের


আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২৩ ২:০৪ : অপরাহ্ণ

বিদেশি কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের গণতন্ত্র আমরাই চালাবো। নির্বাচন পর্যবেক্ষণে কোনো বাধা নেই। যে কোনো দেশ থেকেই আসতে পারে পর্যবেক্ষক। আমরা কাউকে বাধা দিবো না।’

তত্ত্বাবধায়ক সরকারকে ‘মৃত ইস্যু’ আখ্যা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কখন যে কী বলে! তাদের ভেতরে গণতন্ত্র নেই। সম্মেলন হয় না কতদিন তাদের। নিজেরাই কমিটি দেয়। তারা কীভাবে গণতন্ত্র শেখাবে আওয়ামী লীগকে? তাদের আমলে ভোটচুরির রেকর্ড হয়েছে, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল, ওয়ান ইলেভেনের জন্য এটা অন্যতম কারণ। তারা গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে গণতন্ত্রের যত অর্জন ৭৫ পরবর্তী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে তার অগ্রভাগে ছিলেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর