শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৩ ১:০৩ : অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজ সোমবার দেশের সব মহানগর, উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচি শুরু হবে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে। সকাল ১০টা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নয়াপল্টন সড়কে টানানো হয়েছে মাইক।

বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি জানিয়েছেন বিএনপি নেতারা ।

২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা হতে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর