রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৩ ৮:০৫ : অপরাহ্ণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দলের নেতারা ‘কুরুচিপূর্ণ’ স্ট্যাটাস দেওয়া নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘আমাদের কোনো শক্ত প্রতিপক্ষ নেই। অপ্রিয় হলেও সত্য যে, এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ।’
আজ মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
আ জ ম নাছির বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের অনেকেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দেন না। অথচ নিজেদের দলের নেতা, এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এটা জঘন্য ও আত্মঘাতী ষড়যন্ত্র।’
তবে কোন নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তা তিনি বলেননি।
চট্টগ্রাম সিটির সাবেক এই মেয়র বলেন, ‘দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে-এটা অন্যায় ও অপরাধ নয়। তবে এই প্রতিযোগিতা গঠনমূলক ও আত্মসমালোচনামূলক হতে হবে। যদি প্রতিহিংসাপরায়ণ ও ব্যক্তি চরিত্রহরণমূলক হয় তাহলে তা হবে জঘন্যতম অপরাধ। এটা কিছুতেই বরদাস্ত করা হবে না।’
আ জ ম নাছির বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যথায় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। এজন্য দেশ-বিদেশে, ঘরে-বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে আওয়ামী লীগ শত শত ষড়যন্ত্র চূর্ণ করে অপরাজেয় ছিল।’