মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

মমতা’র সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে: এমপি লতিফ


মমতা’র স্বাস্থ্য কর্মসূচির বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ লতিফ।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৩ ৯:০৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, ‘মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র সুনাম চট্টগ্রাম ছাড়িয়ে এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। মমতা তার কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষকে আলোর পথ দেখিয়ে যাচ্ছে।’

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে মমতা’র স্বাস্থ্য কর্মসূচির বার্ষিক সম্মিলন-২৩ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ লতিফ বলেন, ‘‘বরেণ্য সমাজসেবক রফিক আহামদের নেতৃত্বে মমতা মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ আর্থ-সামাজিক উন্নয়নে ‘ব্র্যান্ড’ হিসেবে পরিচিতি পেয়েছে। মমতা’র যাত্রা শুরু হয়েছিলো ১৯৮৩ সনে স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে। মমতা’র কার্যক্রম সমূহ সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আমি আশা করি, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে মমতা এ ধারা অব্যহত রাখবে।’’

মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদের পরিচালনায় সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম।

আরও পড়ুন: সমাজসেবায় মমতা এখন ব্র্যান্ড হিসেবে পরিচিত: মেয়র

সম্মিলনে মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ সভাপতিত্ব করেন। সম্মিলনে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতা’র সার্বিক কার্যক্রমের উপর উপস্থাপনা করেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মমতা’র সাধারন সম্পাদক মো.মনসুর মাসুদ, মো. হারুন ইউসুফ, অধ্যাপক পুরবী দাশ গুপ্তা, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, এম.এম এরশাদ, ডা. মোরশেদা বেগম, ডা. আসমা বেগম, ডা.আদৃতা দেব প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর