রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৩ ১০:১৮ : পূর্বাহ্ণ
এখন অপরিচিত কোনো স্থানে যাওয়া কঠিন কিছু না। সঙ্গে একটি স্মার্টফোন থাকলেই হলো। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন।
অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ।
চাইলে গুগল ম্যাপ থেকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারেন যে কারো সঙ্গে। আবার আপনার সঙ্গী কোথায় আছে সেটাও জেনে নিতে পারবে লাইভ লোকেশন ট্র্যাকার।
এজন্য আপনার স্মার্টফোনে গুগল ম্যাপ থাকা আবশ্যক। এখন প্রতিটি ফোনে এটি ইনস্টল করাই থাকে। না থাকলে গুগলের প্লে স্টোর থেকে করে নিন।
গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন শেয়ার করার নিয়ম-
*প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করুন। ইতিমধ্যে গুগল একাউন্টে লগিন করা না থাকলে লগিন করে নিন।
*স্ক্রিনের ডানদিকের টপ কর্নারে থাকা প্রোফাইল পিকচার আইকনে ট্যাপ করুন, এবার একটি মেন্যু দেখতে পাবেন।
*প্রদর্শিত মেন্যু হতে “Location Sharing” অপশনে ট্যাপ করুন।
*এবার “Share Location” অপশনে ট্যাপ করুন।
*প্রক্রিয়ার এই পর্যায়ে কত সময়ের জন্য লোকেশন শেয়ার চালু রাখতে চান সেটি সিলেক্ট করতে হবে।
*আপনার পছন্দমত সময় সিলেক্ট করতে পারবেন + ও – বাটনে ট্যাপ করে। এখানে সিলেক্ট করা সময়ের পর লোকেশন শেয়ারিং আর কাজ করবে না।
*এছাড়া “Until you turn this off” সিলেক্ট করলে বন্ধ না করার পর্যন্ত লোকেশন শেয়ারিং ফিচার চালু থাকবে।
*এবার যে কনটাক্ট এর সাথে লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন ও Share এ ট্যাপ করুন।
ব্যাস, হয়ে গেলো লোকেশন শেয়ারিং! এটি জিপিএস ব্যবহার করে লোকেশন শেয়ার করবে। যে কনটাক্ট এর সাথে লোকেশন শেয়ার করেছেন, তিনি গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করলে ম্যাপে আপনার অবস্থান দেখতে পাবেন।
Location Sharing মেন্যু থেকে লোকেশন শেয়ারিং বন্ধ করা যাবে। উক্ত মেন্যুতে প্রবেশ করে লোকেশন যার সাথে শেয়ার করেছেন, তার নামের পাশে থাকা “X” ট্যাপ করলে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।
মনে রাখবেন, আপনার পছন্দমত যেকোনো সময় লোকেশন শেয়ারিং বন্ধ করতে পারবেন। তবে খুব কাছের বন্ধু বা পরিবারের সদস্য না হলে লোকেশন শেয়ারিং না করাই উত্তম।
কনটাক্ট এর গুগল একাউন্ট না থাকলে লোকেশন শেয়ার করবেন যেভাবে
যার সাথে লোকেশন শেয়ার করতে চান, উক্ত ব্যক্তির গুগল একাউন্ট না থাকলে উল্লেখিত প্রক্রিয়া কিছুটা ভিন্ন হবে। আপনার কনটাক্ট এর গুগল একাউন্ট না থাকলে তা গুগল ম্যাপস কনটাক্টে প্রদর্শিত হবেনা। চলুন জানি কিভাবে কনটাক্ট এর গুগল একাউন্ট না থাকলেও লোকেশন শেয়ারিং করা যায়।
*আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করুন। ইতিমধ্যে গুগল একাউন্টে লগিন করা না থাকলে লগিন করে নিন।
*ডানদিকের টপ কর্নারে থাকা প্রোফাইল পিকচার আইকনে ট্যাপ করলে একটি মেন্যু দেখতে পাবেন।
*প্রদর্শিত মেন্যু হতে “Location Sharing” অপশনে ট্যাপ করুন।
*“Share Location” অপশন সিলেক্ট করুন।
*এবার কত সময়ের জন্য লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
*এরপর কনটাক্ট লিস্টের নিচে কিছু অ্যাপ আইকন দেখতে পাবেন, সেখানে পাশাপাশি স্ক্রল করতে থাকুন।
*“Copy to clipboard” অপশন খুঁজে পেলে সেটি সিলেক্ট করুন, লোকেশন শেয়ারিং এর লিংক ক্লিপবোর্ডে সেভ হয়ে যাবে।
*এবার উক্ত লিংক যেকোনো ব্যক্তিকে প্রদান করলে তিনি আপনার লোকেশন দেখতে পাবেন।
*Copy to clipboard অপশনের ছাড়াও সরাসরি যেকোনো অ্যাপ সিলেক্ট করে উক্ত অ্যাপের মাধ্যমে বন্ধু বা পরিবারের কাছে লোকেশন শেয়ারিং এর লিংক পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
*প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।
*যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।
*এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।
*সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।
*আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।
*নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।
*চাইলেই নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ট্যাপ করলেই হয়ে যাবে।