শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

দাম কমলো এলপি গ্যাস সিলিন্ডারের



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২৩ ১২:৫৬ : অপরাহ্ণ

দেশে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। প্রতি কেজি এলপি গ্যাসের খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।

সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৬৫ টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে এখন ১ হাজার ২৩২ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৯৭ টাকা।

এর আগে গত ৪ ডিসেম্বর ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছিল।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেছে।

আজ থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি নির্ধারণ হয়েছে ৫৭ টাকা ৪১ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা।

এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বিইআরসি।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর