রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২২ ২:৩১ : অপরাহ্ণ
রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বায়তুল মোকাররম দক্ষিণ গেটেও পুলিশ সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। দলটির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে এই মিছিল বের করা হয়।
মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে।
পরে জামায়াতের নেতাকর্মীরা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে একই সময়ে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে জামায়াত নেতাকর্মী সমবেত হওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দলটির নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।