শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২২ ১০:২২ : পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার দোলাপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২) ও একই ইউনিনের ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৩৬)।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বুধবার গভীর রাতে মংলু, সাদিকসহ কয়েকজন বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে ভারতীয় গরু আনতে যান। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপারে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দুজন। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন মরদেহ নিয়ে আসে।’

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রায় সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের গুলি করে পাখির মতো হত্যা করছে। আর আমরা মুখ বন্ধ করে সহ্য করে আসছি।’

বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সীমান্তে একের পর এক বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিএসএফের গুলিতে হত্যার ঘটনা প্রসঙ্গে গত ১০ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশেরর জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর