বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

রংপুর সিটিতে বিপুল ভোটে লাঙ্গলের জয়, নৌকার ভরাডুবি


জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২২ ১২:২৯ : পূর্বাহ্ণ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আবার মেয়র নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ২২৯ কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী (হাতি) লতিফুর রহমান মিলন ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমী নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এই ফলাফল ঘোষণা করেন।

ভোটের মাঠে মেয়র পদে লড়েছে ৯ জন।

অন্য প্রার্থীদের মধ্য বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ডাব প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) পেছেছেন ৫ হাজার ৮০৯, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি) পেয়েছেন ২ হাজার ৮৬৪, মেহেদী হাসান বনি (হরিণ) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়।

কিন্তু ইভিএম বিড়ম্বনায় ভোটগ্রহণে কিছু দেরি হয়।

তবে এবার পুরো সিটিতে ইভিএমে ভোট হওয়ায় অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট না দিয়ে চলে গেছেন।

কিছু কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটি, আঙুলের ছাপ নিয়ে জটিলতা, বয়স্ক ভোটারদের ভোট দেরিতে হওয়ায় সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন প্রার্থীসহ ভোটাররা।

এবারের নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর