বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সংসদ এখন মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে: এমপি হারুন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২২ ২:২১ : অপরাহ্ণ
আজ সকালে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অবশেষে সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে বিএনপির পাঁচজন এমপি ও একজন সংরক্ষিত আসনের এমপি (ব্যারিস্টার রুমিন ফারহানা) পদত্যাগ করেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় হারুনুর রশীদ বলেন, ‘দেশ এখন আর আইন অনুসারে পরিচালিত হচ্ছে না। এখন এই সংসদ মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখানে কোনো বিরোধী দলের সদস্য নেই। এটি একদলীয় সংসদ। আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নেই।’

এ বিএনপি নেতা আরও বলেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ‘বিএনপি কার্যালয়ে কিছুদিন আগেই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে পার্টির (দলের) চেয়ারম্যান, মহাসচিবসহ সব নেতার বিরুদ্ধে ‘মিথ্যা জঙ্গি ও নাশকতার মামলা’ দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে।’

আরও পড়ুন: বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর