রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২২ ৩:১৮ : অপরাহ্ণ
ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকতে সমমনা ১২টি দল মিলে ১২ দলীয় জোট’ গঠন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।
এ সময় লিখিত বক্তব্যে লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাত দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সম্প্রতি বিএনপি যে ১০ দফা ও ২৭ দফা প্রস্তাব দিয়েছে তার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। ১২ দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকবে।’
১২ দলীয় এই জোটে রয়েছে-মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি (একাংশ), এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, এডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি এবং ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)।