বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

পুলিশের আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. মুনির হোসেন সিআইডিতে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‘জনস্বার্থে জারিকৃত’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর প্রদান করা হলো।

পুলিশ কর্মকর্তা মো. মুনির হোসেনকে ২০১১ সালের ১৯ জুলাই ওএসডি করে সদর দপ্তরে রাখা হয়েছিল।

এর আগে গত ১৮ অক্টোবর সিআইডির মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের এসপি (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে চাকরির মেয়াদ শেষের আগে অবসরে পাঠানো হয়।

এছাড়া ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন-ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।

এরপর গত ২১ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এসপি ব্যারিস্টার জিল্লুর রহমানকে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর