বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রক্ষীবাহিনী ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল: খন্দকার মোশাররফ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২২ ৫:০৯ : অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রশ্ন রেখে বলেছেন, ‘কাদের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল? কাদের আমলে রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল? আওয়ামী লীগের আমলে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা বিভাগের সমাবেশ থেকে আমরা ১০ দফা দিয়েছিলাম। ১০ দফার মূলকথা, এই অবৈধ সরকার পদত্যাগ করতে হবে। এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে, এদেশের মানুষ যাতে নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’

আরও পড়ুন: বিএনপির ২৭ দফা রূপরেখাকে ‘হাস্যকর’ বললেন কাদের

‘বিএনপি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে। তাদের কথার সাথে কোনো মিল নেই। সত্যের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। এরা গত ১৪ বছর ধরে ক্ষমতায় আছে দিনের ভোট রাতে করে। গায়ের জোরে। এদেশের রাষ্ট্র কাঠামো একটি একটি করে ধ্বংস করেছে আওয়ামী লীগ।

‘৭২ থেকে ৭৫ এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল’ উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘সে সময় তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছিল। এই দেশে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা করেছিল।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর