মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

চ্যাম্পিয়নের দৌড়ে কে এগিয়ে, আর্জেন্টিনা না ফ্রান্স?


লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর ২০২২, ২:০৭ অপরাহ্ণ

কোন দল চ্যাম্পিয়ন হবে কাতার বিশ্বকাপে? লিওনেল মেসির আর্জেন্টিনা নাকি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রোববার রাতে শিরোপা নির্ধারণ হবে হাইভোল্টেজ ফাইনালে।

দু’দলের সামনেই তৃতীয় ট্রফি জয়ের সুযোগ। ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর আশা আর্জেন্টিনার। শিরোপা ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

দ্যা গ্রেটেষ্ট শো অন আর্থ, কাতার বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় কাঁপছে ফুটবল দুনিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে লিওনেল মেসি, আলভারেজ, ডি মারিয়াদের আর্জেন্টিনার প্রতিপক্ষ এমবাপ্পে, জিরুদ, গ্রিজম্যানদের ফ্রান্স।

বিশ্বকাপে ১৯৭৮ ও ১৯৮৬’র চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্স জিতেছে ১৯৯৮ ও সর্বশেষ ২০১৮’র শিরোপা।

ফ্রান্সের রক্ষণ দেয়ালের দুর্বলতা সেমিফাইনালেই দেখিয়েছে মরক্কো। আর্জেন্টিনা দলে শিষ্যদের ভালো বোঝাপড়াটা ম্যাচের রণকৌশলে বড় শক্তি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির।

ক্রোয়েশিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। উদ্বেগ জাগে ফাইনাল খেলা নিয়ে। দুদিন দলের সাথে করেননি অনুশীলন। সময় কাটিয়েছেন জিমে।

তবে ফাইনালের আগেই এলএমটেনকে পুরো ফিট করতে ফিজিওকে নির্দেশনা দেন দলের কোচ। ৩৬ বছর ধরে শিরোপা খরায় আলবেসেলেস্তারা।

কাতারে শেষ বিশ্বকাপ মেসির। ফুটবল দ্যা ম্যাজিশিয়ানের হাতেই সোনালী ট্রফিটা দেখতে চান স্কালোনি।

ফ্যান্সি বা শৈল্পিক ফুটবল খেলে না ফ্রান্স। পাওয়ার ফুটবলে ধার ইউরোপের দলটির। যেকোন মুল্যেই দিনশেষে ফল চাই তাদের। কিলার স্পিড কিলিয়েন এমবাপ্পের। শিরোপা ধরে রাখতে মরিয়া ফরাসিরা। মেসিকে আটকে রেখে ম্যাচ জয়ের পরিকল্পনা কোচ দিদিয়ের দেশমের। তবে তার বড় দুশ্চিন্তা কোল্ড ভাইরাসে রাফায়েল ভারান, ইব্রাহিম কোনতেসহ কয়েকজন ফুটবলারের অসুস্থতা।

দু’দলের ১২ ম্যাচের পরিসংখ্যানে ৬টি জিতেছে আর্জেন্টিনা, ৩টিতে ফ্রান্স। ড্র হয় বাকি তিনটি ম্যাচ। ফ্রান্স ফাইনালে জিতলে ব্রাজিল ও ইতালির পর রেকর্ড গড়বে টানা দুই বিশ্বকাপ জয়ের। অধিনায়ক ও কোচ হিসেবে কীর্তি গড়বেন দিদিয়ের দেশম।

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পুর্ণতা পাবে লিওনেল মেসির বর্নাঢ্য ও রেকর্ডময় ক্যারিয়ার। চ্যাম্পিয়ন দুই অধিনায়ক ড্যানিয়েল পাসারেল্লা ও ফুটবল ইশ্বর দিয়াগো ম্যারডোনার সাথে উজ্জল হবে মেসির নাম।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, অ্যানহেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: হুগো লরিস (গোলরক্ষক), ইব্রাহিমা কোনাতে, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কুণ্ডে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়া গ্রিজমান ও কিলিয়ান এমবাপে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর