মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আটক


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর ২০২২, ৮:০৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ডা. শফিকুর রহমানকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার।

জামায়াত আমিরকে রাজধানীর মিন্টু রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে আটক করা হয়েছে। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর