শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ, ফল যেভাবে জানা যাবে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২২ ১১:১১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে লটারি।

এবার বেসরকারি স্কুলে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি দুই হাজার ৮৫২টি স্কুলে আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

বেসরকারি দুই হাজার ৮৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে।

সে কারণে বেসরকারি স্কুলে আসন খালি থাকা সাপেক্ষে নীতিমালা অনুসরণ করে সরাসরি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেভাবে জানা যাবে লটারির ফল

এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেমন: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া এই ওয়েবসাইটে gsa.teletalk.com.bd ভিজিট করে লটারির ফল দেখা যাবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর