রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

২৪ ডিসেম্বর বিএনপি-জামায়াতকে ঢাকায় গণমিছিল না করার অনুরোধ কাদেরের


ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২২ ১২:৩২ : অপরাহ্ণ

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। ১০ দফা দাবিতে ওই দিন রাজধানীসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। তাই ওই দিন বিএনপি ও জামায়াতকে ঢাকায় গণমিছিল কর্মসূচি না করার অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ করেন।

বিএনপি-জামায়াতের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করবো; ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন। ঢাকায় গণমিছিল না করতে আমরা অনুরোধ করছি।’

আরও পড়ুন: ১০ দফা দাবিতে মাঠে নামছে জামায়াতও, ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সংঘাত চাই না। আপনারা করা মানেই সংঘাতের উসকানি দেওয়া। আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি দেবেন না। যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে, যাদের কাছে নালিশ করেন-বিদেশিরা করছে; সংঘাত যাতে না হয় আমরা ১০ তারিখে সেভাবেই ছিলাম।’

আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ব্যাপারটা বর্তমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে সংকটে সেটা বিবেচনায় রেখেই সাদামাটা সম্মেলন আমরা করতে যাচ্ছি। আলোকসজ্জা আমরা একেবারে বাদ দিয়েছি। সাজসজ্জাও হবে মঞ্চকেন্দ্রিক; সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল।’

বিএনপির ঘরে গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের সম্মেলন কবে হয়েছে ফখরুল সাহেব নিজেও জানেন না। তারা এসেছে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে। গণতন্ত্র শৃঙ্খলের মধ্যে আছে তাদের ঘরে। সেখান থেকে মুক্তি দিক, ঘরে আগে গণতন্ত্র আসুক।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর