রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২২ ১১:১৮ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে বাইরের চাপের কাছে সরকার মাথা নত করবে না। নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বিদেশিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’
রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, ‘সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূক নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। স্বাধীন নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে, যার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে। বিদেশি হস্তক্ষেপ জাতীয় নির্বাচন তথা সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। আমরা ভোটের অধিকার রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে কোনো কোনো বেসরকারি সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে থাকে। তাদের অনেক তথ্য সঠিক নয়।’
জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের গুমের ঘটনার ভুল তথ্য উপস্থাপন করায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন।
এদিকে অনুষ্ঠানে মানবাধিকার দিবসকে সামনে রেখে ঢাকার ১৫ কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি সরকারের নজরে এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করতে সতর্ক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আজ পরিষ্কার করে বলতে চাই, বঙ্গবন্ধুর সৈনিকরা এ মাটিতে গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষার লড়াইয়ে কখনো হাল ছাড়বে না।’