শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই, আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ
সাভার আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর আর বাংলাদেশের জন্য সুখবর। আজকেই সকালে পেয়েছি, যুক্তরাষ্ট্র বিশ্বের ৯ দেশের ৪০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। সেখানে বাংলাদেশের নাম নেই। আমাদের নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই। আমরাও নিষেধাজ্ঞা দিতে জানি।’

আজ শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার, আশুলিয়া ও ধামরাই থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আমাদের কোনো কিছুই হবে না, সংসদের আমাদের ‘হিউজ মেজরিটি’ রয়েছে। সংসদে আওয়ামী লীগ ছাড়াও বিরোধী দল হিসেবে আছে জাতীয় পার্টি, ১৪ দলের আটজন, ওয়ার্কাস পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুও আছেন সংসদে। বিএনপির যারা গেছে, আমরা তাদের তাড়িয়ে দেইনি, তারা স্বেচ্ছায় বেরিয়ে গেছে। সংসদে তাদের সাতজনের মধ্যে এক মহিলা ও একপুরুষের চিৎকারে সংসদে মাইক লাগেনি।’

ব্যবসায়ীদের হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এতো টাকা কোথা থেকে আসে, কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়ে বিএনপিকে পিকনিক করান, খিচুড়ি পার্টি দেন তার হিসাব দিতে হবে। বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি, এরা ঘুরতে ঘুরতে গুলশান অ্যাম্বাসিতে গিয়ে নালিশ করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভাওতাবাজি করছে। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। আর লন্ডনে বসে তাদের মদদ দিচ্ছে তারেক জিয়া।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর