রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

পল্টন থেকে গোলাপবাগ, পরাজয় কার হলো, প্রশ্ন কাদেরের


ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২২ ৫:৪৭ : অপরাহ্ণ

পল্টন থেকে গোলাপবাগ গিয়ে বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা বলেছিল-পল্টন ময়দানে আমরা সমাবেশ করবোই। তারা এখন গোলাপবাগ মাঠে। পরাজয় কাদের হয়েছে, আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।’

আজ শুক্রবার বিকেলে গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অনুমতি পাওয়ার ২ ঘণ্টার মধ্যেই নেতাকর্মীতে পূর্ণ গোলাপবাগ মাঠ

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত। রাতে খেলা হবে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। বাংলাদেশেও খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন নিয়ে এলে খেলা হবে। সমাবেশে লাঠি নিয়ে এল ছাড় দেয়া হবে না, খেলা হবে।’

আতঙ্কের কিছু নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কাল (শনিবার) বিএনপিকে গোলাপবাগ রেখে আওয়ামী লীগ সাভারে চলে যাবে।’

কোনো কোনো গণমাধ্যম বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। বিএনপি দুঃস্বপ্ন দেখছে। তাদের এই রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মত উড়ে যাবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর