শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সরকারকে হুঁশিয়ারি মির্জা ফখরুলের

‘অপেক্ষা করুন, ১০ ডিসেম্বর ঢাকায় যা দেখবেন, স্বচক্ষে দেখবেন’


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২২ ৩:৫৮ : অপরাহ্ণ

সরকারকে হুঁশিয়ার করে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অপেক্ষা করুন ১০ ডিসেম্বর ঢাকায় যা দেখবেন, স্বচক্ষে দেখবেন।’

১০ ডিসেম্বর বিএনপির পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই হবে জানিয়ে তিনি বলেন, ‘অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী থাকবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে সমাবেশস্থলে বিকল্প জায়গা দিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা দেয়নি। পুলিশ কমিশনার এ্যানিকে ডেকেছিলেন। এ্যানি যখন বের হচ্ছিলো তখন তাকে আটক করা হয়।’

গতকালের নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘মকবুলের পিঠ ঝাঝরা করে দিয়েছে। মারা গেছেন। দায়িত্ব পালনে বাধা দেয়। বলপূর্বক আমাকে আটকে রাখে। বিএনপির কার্যালয়ে বোমা নিয়ে ঢুকে বোমা রেখে আসে। বিভিন্ন রুম তছনছ করে। দরজা ভাঙে, ব্যাংকের চেক গুরুত্বপূর্ণ তথ্য হার্ডডিস্ক নিয়ে যায়। দপ্তরের কর্মচারীদের নিয়ে গেছে। সিকিউরিটি গার্ড ধরে নিয়ে গেছে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে গিয়ে বিএনপির কার্যালয়ে রেখে আসে। পরে তারা বিএনপির কার্যালয়ে থেকে বোমা উদ্ধারের নামে নাটক করে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সোয়াত বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী সন্ত্রাসীরা আর্জেন্টিনার জার্সি পরে ঢুকে গেছে। ঢাকা শহরে সন্ত্রাস সৃষ্টি করেছে। আমার বাসার কাছেই মিছিল করেছে। যুবদলের নেতাকে না পেয়ে তার বাবাকে অত্যাচার করেছে।’

দলীয় কার্যালয় খুলে দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আটক নেতাদের মুক্তি দিন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? সেখানে ১৬০ বস্তা চাল ও দু্ই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই।’

আরও পড়ুন:

নয়াপল্টন অবরুদ্ধ, মির্জা ফখরুলকে কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ

পল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, বিএনপির ২০০০ নেতাকর্মী আসামি

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১

পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে: মির্জা ফখরুল

রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর