রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২২ ৮:০৭ : অপরাহ্ণ
১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে।
প্রতিনিধি দলে আছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, এড. এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এড. আহমেদ আজম খান ও আ্যাড. বদরুদ্দোজা বাদল।
আরও পড়ুন: ‘অপেক্ষা করুন, ১০ ডিসেম্বর ঢাকায় যা দেখবেন, স্বচক্ষে দেখবেন’
প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন, আহত হন আরও অনেকে।
বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ অন্তত তিনশ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সেখান থেকে হাতবোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর থেকে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে পুলিশ।
আরও পড়ুন:
নয়াপল্টন অবরুদ্ধ, মির্জা ফখরুলকে কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ
পল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, বিএনপির ২০০০ নেতাকর্মী আসামি
নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১
পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে: মির্জা ফখরুল
রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক