সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ | ২৬ কার্তিক, ১৪৩১ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশে বিরোধী দলের সমাবেশে সরকারের বিধিনিষেধ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ১০:২৭ : অপরাহ্ণ

বাংলাদেশে বিরোধী দলগুলোর সমাবেশ করার অধিকারের ওপর সরকারের বিধিনিষেধ আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, ‘বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর কড়াকড়ি আরোপের ঘটনা নিয়ে তার দেশ উদ্বিগ্ন।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন উল্লেখ করে নেড প্রাইস বলেন, ‘আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই।’

নেড প্রাইস আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে হুমকি, উসকানি অথবা এক দল আরেক দল বা প্রার্থীর ওপর যাতে সহিংসতা ঘটাতে না পারে-সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’

আরও পড়ুন:

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১

রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক

এ সময় বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, ‘আমরা অবশ্যই সচেতন যে-পিনাকী ভট্টাচার্য, মফিজুর রহমানসহ তিনজনের তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আমাদের উদ্বেগগুলোকে খুব স্পষ্টভাবে আমাদের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করেছি। আমরা এই বিষয়ে বাংলাদেশি অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি।’

নেড প্রাইস আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। এমনকি এটিকে চাপ বা ভয় দেখানোর কৌশল হিসেবেও ব্যবহার করা যাবে না। বাংলাদেশে ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। স্বাধীন মতপ্রকাশ, সমবেত হওয়ার ও শান্তিপূর্ণ সমাবেশের মতো মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ব্রিফিংয়ে নেড প্রাইস বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে সহিংসতা, হয়রানি ও নির্ভয়ে ভোটারদের সঙ্গে প্রার্থীদের জনসংযোগ করার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে উৎসাহিত করি।’

আরও পড়ুন: পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে: মির্জা ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর