রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৮ নভেম্বর ২০২২, ২:৪৪ অপরাহ্ণ
গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ।
সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ।
এবার সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার হলো ৮৮.১০ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২. ২২ শতাংশ। আর কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৫৫ শতাংশ।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
সেই হিসাবে গত বছরের চেয়ে এ বছর ৮৬ হাজার ২৬২ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৬৩ হাজার ৮৪০ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৩১৩ জন।
আর কারিগরি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন।
আরও পড়ুন: এসএসসির রেজাল্ট খুব সহজে জানা যাবে মোবাইলে