রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২২ ৬:১৪ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির ড্রাইভারসহ আরও তিনজন আহত হয়েছেন। এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়।
হামলায় আহত ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কৃষ্ণপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। খোঁজ নেওয়া হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটলো।