শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নামতে বললেন ড. কামাল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২২ ৩:১৫ : অপরাহ্ণ
গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশে অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নেমে যাওয়া উচিত। গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত এবং সকলের নেমে (রাস্তায়) যাওয়া উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি, বসে থাকলে অধিকার ভোগ করবো, এটা খুব ভুল কথা।’

মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘সরকার চায় না মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক। এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে। এ জন্য বিষয়টি প্রচার মাধ্যমে আনতে হবে, স্কুল কলেজে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে।’

আরও পড়ুন: আ.লীগ ক্ষমতায় থাকলেই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

ড. কামাল বলেন, ‘জনগণ ক্ষমতার মালিক এটা আমরা সংবিধানে দেখি। এটা শুধু কথার কথা না। সত্যিকার অর্থে যদি আমাদের মালিক হতে হয়, তখন আমরা যদি অধিকারের ব্যাপারে সচেতন না হই, সঙ্গবদ্ধভাবে কাজ না করতে থাকি, তাহলে সত্যিকার অর্থেই আমরা অধিকার থেকে বঞ্চিত হবো।

গণফোরাম সভাপতি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বলতে পারি, মৌলিক অধিকার মোটামুটি বিধান বেশি রয়েছে। আগামী ৫০ বছরে যেন, মানুষ যাতে বলতে পারে, এটাকে আমরা ভোগ করছি না। কার্যকরভাবে ভোগ করছি।’

ড. কামাল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার প্রয়োগ করে। কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। টাকা-পয়সা ও প্রভাব ব্যবহার করে জনগণকে যদি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করি, নির্বাচন পদ্ধতিকে যদি আমরা ধ্বংস করি তাহলে তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর