মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিনোদন

নোরা ফাতেহি এখন ঢাকায়


নোরা ফাতেহি

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৮ নভেম্বর ২০২২, ২:৪৪ অপরাহ্ণ

অনেক জল্পনা কল্পনার পর বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম গানের নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি ঢাকায় পৌঁছেছেন।

আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটিতে পা রাখেন বলিউডের অন্যতম শীর্ষ এই নৃত্য তারকা।

বিমানবন্দর থেকে তিনি বিশ্রাম নিতে উঠেছেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।

আজ সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মঞ্চ মাতাবেন এই বলিউড অভিনেত্রী।

এর আগে নোরা ফাতেহির ঢাকার আগমন নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন আলোচনা চলছে। কিছুদিন আগে তার ঢাকায় আসার ব্যাপারে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল।

উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক তথ্যচিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন নোরা।

শুটিংয়ের অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনি মঞ্চে উঠবেন। অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।

পাশাপাশি একটি অনুষ্ঠানে নোরা ঢাকার ভক্তদের নাচে-গানে মুগ্ধ করবেন।

নির্ধারিত প্রোগ্রাম শেষ করে আগামীকাল শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত এই বলিউড সুপারস্টার।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর