রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

প্রয়োজনে জেলে যাবো, পালানোর পথ খুঁজবো না: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও পালিয়ে যায়নি, আওয়ামী লীগের জন্ম এই দেশে। আমরা এ দেশেই মরবো। জেলে যাবো, পালানোর পথ খুঁজবো না।’

আজ শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আর রাজনীতি করবে না-মুচলেকা দিয়ে দেশ থেকে সুদূর লন্ডনে পালিয়ে গেছে সে তো আপনাদের (বিএনপি) নেতা। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবো। বঙ্গবন্ধুর সৈনিকরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাবো।’

আরও পড়ুন: প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী: ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। প্রতিহিংসা তো তাদের, যারা একাত্তরের প্রতিশোধ নিতে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘটিয়েছে। তাদের চেয়ে প্রতিহিংসা কার বেশি?’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী আন্দোলনের বিরুদ্ধে বলেননি। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলেছেন, বিরোধী দল আন্দোলন করুক, বাধা দেবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে না, হবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চলছি।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১০ ডিসেম্বর তারা বেগম জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবেন। আপনারা সরকারের পতনধ্বনি শুনছেন, যেভাবে বাড়াবাড়ি করছেন আমি আপনাদের আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর