রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২২ ৯:৪৬ : অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা সংসদে যাবেন না।
আজ রোববার দলটির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে জাপার সংসদীয় দলের ২৬ সদস্যর মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা জি এম কাদেরকে সংসদের বিরোধীদলের নেতা হিসেবে গেজেট প্রকাশ করতে স্পিকার বরাবর আবেদন করেছি। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এই অবস্থায় আমরা কার অধীনে সংসদে যাবো? তাই সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকবো। সিদ্ধান্ত পাওয়ার পর সংসদে যাবো।
সোমবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে যাবে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না যাবে না।
আরও পড়ুন: বিএনপির সাত এমপির পদত্যাগের বিষয়ে যা বললেন কাদের
এদিকে রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও দলীয় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নাম গত অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার।
বিরোধীদলীয় নেতা হিসেবে জি এম কাদেরের নাম প্রস্তাব করে গত ৩ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলটি এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
ওদিকে রওশন এরশাদের পক্ষ থেকে দলীয় যে কাউন্সিল আহবান করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর এই কাউন্সিল হওয়ার কথা ছিল।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার রাতে সম্মেলন স্থগিত করার তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বেশি ঘাঁটাবেন না, কেঁচো বেরিয়ে আসবে, কাদেরকে হুঁশিয়ারি ফখরুলের