শনিবার, ৮ জুন, ২০২৪ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

শুক্রবার সিলেটের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২২ ৭:৩৭ : অপরাহ্ণ
সিলেট নগরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে সেগুলো হলো-কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর