বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিনোদন

পা কেটে ফেলা হলো গায়ক আকবরের


‘ইত্যাদি’ খ্যাত কণ্ঠশিল্পী আকবর।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২২ ১২:২৯ : অপরাহ্ণ

রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন গায়ক আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে।

গতকাল রোববার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আকবর। কয়েক বছর ধরে নানা রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।

শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে উঠেন আকবর।

এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর