রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২২ ১:০৮ : অপরাহ্ণ
বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি ঘিরে রাজনীতির আকাশে এখন ঝড়ের পূর্বাভাস। ক্ষমতাসীনদের বাক্যবাণে বিদ্ধ করে কথার লড়াই তো চলছেই। তার চেয়েও বেশি দলটির চলমান আন্দোলন যেন অনেকটা বাঁচা মরার লড়াই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ১০ ডিসেম্বর আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণা। দেয়া হতে পারে কঠোর আন্দোলনের বার্তা।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি মুক্তি পেয়েছেন? তিনি তো এখনও গৃহবন্দী। এ জন্যে জনগণ যদি আন্দোলন, হরতালের দিকে আগায় তবে আমরাও আগাবো। তবে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালাচ্ছি এবং এভাবেই আমরা চালিয়ে যাবো।
এই নীতি নির্ধারকের সাফ কথা, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সেই নিরপেক্ষ কমিশনের সঙ্গে কথা বলবো যে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষভাবে সরকার গঠন করবে। এই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা মানে আমি মনে করি বিএনপির জন্যে সময় নষ্ট করা।
আরও পড়ুন: দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, প্রমাণ গাইবান্ধা: ফখরুল
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদের দাবি, ১০ ডিসেম্বরের আগেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। যাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ।
নির্বাচন ঘিরে আগের মতো দমন নিপীড়ন চললে এবার পুলিশের ওপরেও নিষেধাজ্ঞা আসবে বলে মনে করেন বিএনপির এই সংসদ সদস্য।