সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার লজ্জার হার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২২ ১:৫৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

এ যেন লজ্জার হার। শেষ পর্যন্ত নামিবিয়ার কাছে হেরে বসলো এশিয়ান ক্রিকেট জায়ান্ট শ্রীলঙ্কা!

নামিবিয়ার দেয়া ১৬৪ রানের টার্গেটে নেমে ১০৮ রানে অল আউট হয় লঙ্কানরা।

আজ রোববার জিলং সাইমন্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে চমক দেখালো আফ্রিকার দেশ নামিবিয়া।

প্রথমে ব্যাট করে লঙ্কানদের ১৬৪ রানের টার্গেট দেয় নামিবিয়া। ৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আফ্রিকার এই দেশ।

শ্রীলঙ্কার মাহিশ তিকশানাদের চাপে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল নামিবিয়া।

কিন্তু ম্যাচ যত গড়ায়, ততই শ্রীলঙ্কার বোলারদের চিন্তার কারণ হয়ে ওঠেন জান ফ্রিলিঙ্করা।

জোনাথন স্মিট এবং ফ্রিলিঙ্ক মিলে শেষ বেলায় দ্রুত রান তোলেন। ফ্রিলিঙ্ক ২৮ বলে ৪৪ রান করেন।

স্মিট ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ১৬৩ রান তুলতে সক্ষম হয় আফ্রিকার এই দেশটি।

নামিবিয়ার মতো দেশের বিরুদ্ধে ১৬৪ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা ছিল না দাসুন শনাকাদের জন্য।

কিন্তু সেই সহজ কাজটাই কঠিন করে ফেললেন কুসল মেন্ডিসরা। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার মেন্ডিস। মাত্র ৬ রান করেন তিনি। অন্য ওপেনার পাতুম নিশঙ্ক করেন ৯ রান। দানুষ্কা গুণাতিলকা কোনও রান পাননি।

১১ বলে ১২ রান করে ফিরে যান ধনঞ্জয় ডী সিলভা। অধিনায়ক শনাকা ২৩ বলে ২৯ রান করেন।

নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় খেলা অভিজ্ঞ ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি।

দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর